× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় ফেসবুকে বিএনপির ফেক আইডি খুলে নেতাদের নামে অপপ্রচার

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিধি।

২৮ আগস্ট ২০২৪, ০৯:৩৯ এএম

ছবিঃ আতিকুর রহমান আতিক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া (ফেক) আইডি খুলে বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি)’র গাইবান্ধা জেলা নেতাদের নামে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ অভিযোগ জানিয়ে দলটির পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও এজাহার দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বৈরশাসকের দোসরেরা ‘বি.এন.পি গাইবান্ধা জেলা (সুবিধাবাদীর যম)-সহ বিভিন্ন নামে একাধিক ফেসবুক আইডি ও পেজ খুলে জেলা বিএনপির সভাপতি ডা. ময়নুল হাসান সাদিক এবং আমিসহ নেতৃবৃন্দের নামে অসত্য ও মানহানিকর তথ্য প্রকাশ করে অপপ্রচার চালিয়ে আসছে। আমরা এ কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় সদর থানায় একটি জিডি ও এজাহার দায়ের করা হয়েছে। সেইসঙ্গে আইসিটি আইনে আমাদের মামলার প্রস্তুতি চলছে।

বিএনপির গাইবান্ধা জেলা কমিটির অফিসিয়াল কোনো ফেসবুক আইডি বা পেজ নেই জানিয়ে মাহামুদুন্নবী টিটুল বলেন, জেলা বিএনপির নাম ব্যবহার করে যে কেউ ইচ্ছামত ফেসবুক আইডি বা পেজ খুলতে পারবে না। কেউ যদি খোলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, সাংগঠনিক সম্পাদক মোশররফ হোসেন বাবু, সদর উপজেলার আহ্বায়ক মোর্শেদ হাবীব সোহেল, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইউনুস আলী দুখুসহ অন্যরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.